নিজস্ব সংবাদদাতাঃ ন'দিনের শীতকালীন ছুটি কাটিয়ে উত্তরপ্রদেশ থেকে ফের শুরু হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন 'ভারত জোড়ো যাত্রা'। যাত্রাটি ১১০ দিনেরও বেশি সময় এবং ৩,০০০ কিলোমিটারেরও বেশি মার্চ অতিক্রম করেছে। দক্ষিণের রাজ্যগুলো থেকে যাত্রা শুরু করে বিরতির আগে রাজস্থান ও দিল্লিতে চলে যায়। এখনও পর্যন্ত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই যাত্রা তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র ও হরিয়ানার কিছু অংশ জুড়ে রয়েছে। শেষ হবে জম্মু-কাশ্মীরে। ভারতের ইতিহাসে যে কোনও ভারতীয় রাজনীতিবিদের পায়ে হেঁটে এটিই দীর্ঘতম মিছিল বলে দাবি করেছে কংগ্রেস।