দুবাইয়ে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত

author-image
Harmeet
New Update
দুবাইয়ে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত

নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রগুলোতে অ্যালকোহল কেনার জন্য আর আলাদা করে ফি দিয়ে লাইসেন্স নিতে হবে না। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে স্থানীয় প্রধান দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠানের তরফে এ তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা। পরীক্ষামূলকভাবে প্রথমে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই পদক্ষেপ রবিাবর থেকে কার্যকর হয়েছে।