নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রগুলোতে অ্যালকোহল কেনার জন্য আর আলাদা করে ফি দিয়ে লাইসেন্স নিতে হবে না। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে স্থানীয় প্রধান দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠানের তরফে এ তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা। পরীক্ষামূলকভাবে প্রথমে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই পদক্ষেপ রবিাবর থেকে কার্যকর হয়েছে।