নিজস্ব সংবাদদাতাঃ কেরালার মালিকাপুরম এলাকার সাবরিমালা মন্দিরের কাছে আতশবাজি সংরক্ষণ ইউনিটে আগুন লেগে তিনজন আহত হয়েছেন বলে সোমবার মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। আতশবাজির স্টোরেজটি মূল সাবরিমালা মন্দিরের পাশে অবস্থিত। যে তিনজন আহত হয়েছেন, তাঁরা মন্দিরের কর্মী।