ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ সেনা নিহতের স্বীকারোক্তি রাশিয়ার

author-image
Harmeet
New Update
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ সেনা নিহতের স্বীকারোক্তি রাশিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ৬৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। যদিও মস্কোর তরফে এমন স্বীকারোক্তি বিরল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেডসহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনাসদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’