নিজস্ব সংবাদদাতাঃ উত্তপ্ত ত্রিপুরা। তারই মাঝে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ইতিমধ্যে ত্রিপুরায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আর এরই মাঝে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে কটাক্ষ করেছে তৃণমূল। কুণাল ঘোষ বলেন, 'তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। ঘর সামলাক বিজেপি। তাসের ঘরের মতো ভাঙবে।'