তৃণমূল কর্মীকে মাথায় আঘাত, অভিযোগের তীর বিজেপির দিকে

author-image
New Update
তৃণমূল কর্মীকে মাথায় আঘাত, অভিযোগের তীর বিজেপির দিকে

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর:  বন্দুকের বাট দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মাথায় আঘাত। অভিযোগের তীর বিজেপির দিকে। কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয় তৃণমূল কংগ্রেসের কর্মী। তিনি পেশায় হকার। বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত উদয়পুর এলাকায়। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, জখম ওই যুবক দলীয় কর্মী। ঘটনায় তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলে ধরা হয়েছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে, এদিন রাতে একদল দুষ্কৃতী পিস্তলের বাট দিয়ে ওই যুবককে মারধর করে। ১৩ নম্বর কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস বলেন, “‘বিজেপির দুষ্কৃতীরা আমাদের এক তৃণমূল কর্মীর ওপর হামলা করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হবে।“’ অন্যদিকে, উদয়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য জীবন সরকারের অভিযোগ, এক দলীয় কর্মীকে আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ‘এই ঘটনা/ বিজেপির কোনও যোগ নেই। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে আসল রহস্য সামনে আসবে। বিজেপি কখনও দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় না।