নির্ঝঞ্ঝাটে সম্পর্ক থেকে বেরতে চান?

author-image
Harmeet
New Update
নির্ঝঞ্ঝাটে সম্পর্ক থেকে বেরতে চান?

​নিজস্ব সংবাদদাতাঃ ভাঙা গড়া নিয়েই সব সম্পর্ক। তাই সম্পর্ক ভাঙতেই পারে। তা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে বিচ্ছেদ যেন নির্ঝঞ্ঝাটে হয় সেই দিকে খেয়াল রাখুন। 

প্রেম ভাঙার সময় স্বাভাবিক ভাবে সঙ্গীর মনে একাধিক অনুভূতি চলবে। তার মুখ থেকে একাধিক খারাপ কথা বেরিয়ে আসতে পারে। তাকে ভালো করে বোঝান। উল্টে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। 



সম্পর্ক সব সময়ে দু’জনের ইচ্ছায় ভাঙে না। মূলত এক জন সরে যেতে চান। অন্য জন তখন বাধ্য হন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে। যিনি উদ্যোগী হচ্ছেন সম্পর্ক ভাঙতে, তাঁর দায়িত্ব বেশি। কেন এই সিদ্ধন্ত নিচ্ছেন, অন্য জনকে তা বুঝিয়ে বলা দরকার।


একটি সম্পর্কের ভাঙার সময় তখনই আসে, যখন কিছু খারাপ লাগার মতো অভিজ্ঞতা জমেছে। কিন্তু সম্পর্ক ভাঙার সময়ে অন্যের উপরে সেই দায় কখনই চাপাবেন না।। সম্পর্কে দু’জনের দায়িত্বই সমান।