নিজস্ব সংবাদদাতাঃ ২০১৬ সালে ৫০০ ও ১০০০টাকার নোট বাতিলের কেন্দ্রের সিদ্ধান্ত সোমবারই বহাল রাখল সুপ্রিম কোর্ট। মোদী সরকারের নোট বাতিলকে চ্যালেঞ্জ করে ৫৮টি আবেদনের শুনানিতে এই সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছে, অর্থনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। এদিকে নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে এই সর্বনাশা সিদ্ধান্তের ঘোষিত লক্ষ্য পূরণ হয়েছে কি না, তা নিয়ে কিছু বলার নেই।