নোটবন্দির পক্ষে মত ৪ বিচারপতির, বিপক্ষে ১

author-image
Harmeet
New Update
নোটবন্দির পক্ষে মত ৪ বিচারপতির, বিপক্ষে ১

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার দেশের শীর্ষ আদালত নোটবন্দি নিয়ে বড় কথা জানিয়েছে। আদালত জানিয়েছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রক্রিয়ায় কোনও অন্যায় কাজ হয়নি। বেঞ্চ আরও বলেছে যে এই অর্থনৈতিক সিদ্ধান্ত টি বিপরীত করা যাবে না। যদিও আজকের এই রায় নিয়ে মতবিরোধ ছিল ৫ জন বিচারপতির মধ্যে।




 ৪ জন বিচারপতি নোটবন্দির সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন, অন্যদিকে একজন বিচারপতি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এদিন ৪-১ সংখ্যাগরিষ্ঠতায় এই সিদ্ধান্ত দিয়েছে সাংবিধানিক বেঞ্চ। চার বিচারপতি সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করলেও বিচারপতি বিভি নাগারত্ন নোট বাতিলের সিদ্ধান্তকে অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অধ্যাদেশের পরিবর্তে আইনের মাধ্যমে আনা উচিত ছিল।