নিজস্ব সংবাদদাতাঃ এইচডি কুমারস্বামীর মন্তব্যকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জোসেফ গোয়েবলসের সাথে তুলনা করে তাকে নাৎসি প্রচারকের "পুনর্জন্ম" বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, অমিত শাহকে রাজনৈতিক গিরগিটি অবধি বলেছেন কুমারস্বামী। আর এই নিয়েই এবার তাঁকে নিশানা করলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। সোমবার গুজরাটের আহমেদাবাদে এক সাংবাদিক বৈঠকে বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য এইচডি কুমারস্বামী যে অসংসদীয় শব্দটি ব্যবহার করেছেন তা তার রাজনৈতিক হতাশাকে প্রতিফলিত করে। জেডিএস পার্টি ইতিমধ্যেই বিপন্ন দলে পরিণত হয়েছে। ভোটের পর কর্ণাটক থেকে জেডিএস বিলুপ্ত হয়ে যাবে।'