নিজস্ব সংবাদদাতাঃ আবারও পাঞ্জাবে দেখা মিলল পাক ড্রোনের। বিএসএফের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১০টা ১০ মিনিট নাগাদ গুরদাসপুরের কামালপুর পোস্টে একটি ড্রোন দেখতে পান বিএসএফ জওয়ানরা। কর্মীরা ড্রোনটির দিকে গুলি চালানোর পরে ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায়।