নিজস্ব সংবাদদাতাঃ সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডভানি অভিনীত ছবি 'শেরশাহ' (Shershaah)এর স্পেশাল স্ক্রিনিং ছিল মঙ্গলবার। আর এই ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বলিউডের চর্চিত জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ১২ আগস্ট আমাজন প্রাইমে মুক্তি পাবে 'শেরশাহ'।