নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরে নিরাপত্তা কর্মীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একে-৪৭ রাইফেলসহ পুলওয়ামার নীচ থেকে ইরফান বশির গণি নামে ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, পুলওয়ামার বাসিন্দা বশির আহমেদের ছেলে ইরফান বশির গণি (২৫)। কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজিপি) বিজয় কুমার জানিয়েছে, "তদন্ত চলছে। আমরা পরিবারের ভূমিকার প্রশংসা করি।"