নিজস্ব সংবাদদাতাঃ সত্যি হয়েছে সম্ভাবনা। টটেনহ্যামের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার প্রথম একাদশে জায়গা পাননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এমির জায়গায় ভিলার তেকাঠিতে জায়গা করে নিয়েছেন ওলসেন। ম্যাচের আগে দলের দুই গোলরক্ষক সম্পর্কে কোচ উনাই এমরি বলেছেন, "ওলসেন খুব ভালো (লিভারপুলের বিপক্ষে) পারফর্ম করেছে। ওকে নিয়ে আমি খুশি। এমিলিয়ানো (মার্টিনেজ) আমাদের সাথে আবার নতুনভাবে মানিয়ে নিতে ফিরে আসছে।"