নিজস্ব সংবাদদাতাঃ এই বছরে কমনওয়েলথ গেমসে লন বলে সোনা জিতেছে ভারত। আর এটিই ছিল লন বাউলে ভারতের প্রথম কমওয়েলথ পদক। চারজন নারী- লাভলী চৌবে, পিঙ্কি, রূপা রানী তির্কি এবং নয়নমনি সাইকিয়া এই অসাধ্য সাধন করেছেন। তারা একটি অপেক্ষাকৃত অজানা খেলাকে জাতীয় শিরোনামে নিয়ে গিয়েছেন। তারা এই খেলাটি সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করেছেন। আর এই কৃতিত্বের জন্য তাঁদের দলকে ' টিম অফ দ্য ইয়ার' -এর খেতাব দেওয়া হয়েছে। ফাইনালে তাঁরা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিলেন।