KBC- মঞ্চে ফিরে বেজায় খুশি বিগ বি, নিজেই জানালেন সেকথা

author-image
Harmeet
New Update
KBC- মঞ্চে ফিরে বেজায় খুশি বিগ বি, নিজেই জানালেন সেকথা

​নিজস্ব সংবাদদাতাঃ 'কওন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে ফিরে এসে বেজায় খুশি হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। করোনার জন্যে বন্ধ ছিল অনুষ্ঠানটি। পুনরায় নিজের হট সিটে বসে, নিজের মনের ভাব জাহির করলেন বিগ বি। হট সিটে বসা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা লিখেছেন, "ফিরে এসেছি, সেই ২০০০ সাল থেকে এই সিটে বসি আমি। এই দীর্ঘ ২১ বছর একটা গোটা জীবনের সমান"।