নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, আর্জেন্টাইনদের একটা বড় অংশই চান লিওনেল মেসি তাদের পরবর্তী প্রেসিডেন্ট হোন! গিয়াকোব ও এসোসিয়াডোসের এক গবেষণায় দেখা গিয়েছে, বহু আর্জেন্টাইন মেসির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পক্ষে। ২ হাজার ৫০০রও বেশি আর্জেন্টাইনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। যার মধ্যে ৪৩.৭ শতাংশ উত্তরদাতা পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জন্য মেসির পক্ষে মত দিয়েছেন। ৩৭.৮ শতাংশ 'না' বলেছেন। ১৭.৫ শতাংশ বলেছেন 'সম্ভবত'।