নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড শনিবার বলেছেন, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রমে নারীদের অবদান রাখা থেকে নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রায় ১ কোটি ১৬ লাখ নারী এখন আর গুরুত্বপূর্ণ সহায়তা পাচ্ছে না। তিনি বলেন, 'মানবিক সহায়তা কার্যক্রমে নারীদের অবদান রাখা থেকে নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত এরই মধ্যে ভয়াবহ পরিণতি ডেকে আনছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, আফগানিস্তানের ১ কোটি ১৬ লাখ নারী গুরুত্বপূর্ণ সহায়তা পাচ্ছে না। এই বিপজ্জনক, নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করতে হবে।"