নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা মস্কোতে এক আলোচনায় অংশ নিয়েছিলেন। এই আলোচনার মূল লক্ষ্য ছিল দশক দীর্ঘ সিরিয়া ও তুরস্কের যুদ্ধের অবসান। এবার সেই ইঙ্গিত পাওয়া গেল তুরস্কের পক্ষ থেকে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করবে তুরস্ক।