করাচিতে ২০২২ সালে মহিলা নিগ্রহের ৫১৩টি মামলা রেকর্ড করা হয়েছে

author-image
Harmeet
New Update
করাচিতে ২০২২ সালে মহিলা নিগ্রহের ৫১৩টি মামলা রেকর্ড করা হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ২০২২ সালে শুধু পাকিস্তানের করাচি শহরে ৫০০-রও বেশি নারী ও বালিকা যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানা গিয়েছে। করাচির তিনটি প্রধান হাসপাতাল, জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার (জেপিএমসি), আব্বাসি শহীদ হাসপাতাল (অ্যাশ) এবং ডাঃ রুথ ফাউ সিভিল হাসপাতাল করাচি (সিএইচকে) এ নিযুক্ত মেডিকো-লিগ্যাল অফিসারদের রেকর্ডের সাহায্যে এই পরিসংখ্যানগুলো জানা গিয়েছে। পুলিশ সার্জন ডাঃ সুমাইয়া সৈয়দ বলেন, '২০২২ সালে ৫১৩ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন এবং ৩,৬৪৯ জন নারী গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছেন। তাদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।"