বিজেপি বিধায়কের নাম করে চাকরির প্রতরণা: এফআইআর নথিভুক্ত

author-image
Harmeet
New Update
বিজেপি বিধায়কের নাম করে চাকরির প্রতরণা: এফআইআর নথিভুক্ত


নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস শেলারের নাম করে চাকরির দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। 

Maharashtra: BJP not behind Eknath Shinde's rebellion against Shiv Sena  leadership, says Ashish Shelar

ইতিমধ্যেই আশিস শেলারের বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বান্দ্রা থানায়। আশিস শেলারের নাম ব্যবহার করে লোকেদের বিএমসিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিত অভিযুক্ত। ঘটনার তদন্ত চলছে।