'জয় শ্রীরাম' শুনতে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় বিল আনার পরমর্শ দিলীপের

author-image
Harmeet
New Update
'জয় শ্রীরাম' শুনতে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় বিল আনার পরমর্শ দিলীপের

নিজস্ব সংবাদদাতা : বঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানেও উঠলো জয় শ্রীরাম ধ্বনি। এতে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত মঞ্চে না উঠে মঞ্চের নীচে দাঁড়িয়েই বক্তব্য রাখেন তিনি। রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ফেলেছে গোটা ঘটনা। এ নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে যান সর্বভারতীয় সহ সভাপতি। সেখানেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “উনি নাম, বদনামের ধার ধারেন না। টাকার থলি নিয়ে রাজ্যে রাজ্যে ঘোরেন। কিন্তু কিছু করতে পারেন না। কারণ ওঁর এই আচরণ। আমাদের দেশে বন্দেমাতরম বলতে আইনি বাধা নেই। ‘জয় শ্রীরাম’ বলতেও বাধা নেই। উনি খেপে যাচ্ছেন কেন? আমাদের পিছনে তো রোজ জয় বাংলা বলছেন। আমরা কি খেপে যাই? যদি আপনার ‘জয় শ্রীরাম’ শুনতে আপত্তি থাকে, বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। বিল এনে পাশ করিয়ে রাজ্যে ‘জয় শ্রীরাম’ নিষিদ্ধ করে দিন। ইংরেজরা সার্কুলার জারি করে দেশে বন্দেমাতরম বলা বন্ধ করেছিল। তৃণমূল ‘জয় শ্রীরাম’ নিষিদ্ধ করে দিক। মানুষ বুঝে যাবে, এরা কারা।”





মুখ্যমন্ত্রীর স্বপ্ন প্রধানমন্ত্রী সফল করেছেন বলেও সুর চড়িয়েছেন বিজেপি নেতা। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেতিবাচক রাজনীতি করেন। বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরো বলেন, ''আপনি তো ‘জয় শ্রীরাম’ বলায় কিছু লোককে জেলে ঢুকিয়েছিলেন। সারা বাংলার লোক খেপে আছে। এ জিনিস গণতন্ত্রে চলতে পারে না। আপনারা তো সরকারি অনুষ্ঠানে আমাদের সাংসদ, বিধায়কদের ডাকেন না। আমরা তো তাও ডেকেছি। সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকল্পে ওঁর কোনও অবদান নেই। উনি রাতে শুয়ে শুয়ে একদিন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল করেছেন মোদিজি। সেখানে অতিথি হয়ে তারা আপনার রাজ্যে এসেছেন। আপনি এমন ভাব করছেন, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে।”