নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ইংরেজি নতুন বছরের শুরুতে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিকতা সৌজন্যতার অংশ হিসেবে এই শুভেচ্ছা জানান তারা। তবে এবার ইংরেজি নতুন বছরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিকে কোনও শুভেচ্ছা বার্তা পাঠাবে না রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে এবার ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।