নভসারিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুঃখপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

author-image
Harmeet
New Update
নভসারিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুঃখপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ভোরে গুজরাটের নভসারিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একটি গাড়ি ও বাসের মধ্যে সরাসরি ধাক্কা লাগে। জানা গিয়েছে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট বার্তায় বলেন, 'গুজরাটের নভসারিতে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক। এই ঘটনায় যাঁরা তাঁদের পরিবারকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"