নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ভোরে গুজরাটের নভসারিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একটি গাড়ি ও বাসের মধ্যে সরাসরি ধাক্কা লাগে। জানা গিয়েছে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ৪৮ নম্বর জাতীয় সড়কে ভেসমা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। চলন্ত গাড়িতে হঠাৎই বাসচালকের হার্ট অ্যাটাক হয় বলেও জানা গিয়েছে। এর জেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িতেই আটকে পড়া মানুষদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতদের দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দেহ উদ্ধারের জন্য দু'টি গাড়ি কাটতে হয়েছে। এ কারণে আহতদের কাছে ত্রাণ পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।