নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং ভারতীয় মহিলা হকি দলের সদস্য বন্দনা কাটারিয়ার প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিল উত্তরাখণ্ডের ঊষা ব্রেকো রোপওয়ে সার্ভিস। নীরজ এবং বন্দনা নাম হলেই হরিদ্বারের মা চণ্ডী দেবী মন্দির পর্যন্ত বিনামূল্যে রোপওয়ে সার্ভিস মিলবে। শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে নিজেদের পরিচয় দেখালেই মিলবে এই সুবিধা।