'গাঙ্গুবাঈ'-এর প্রশংসায় সোফিয়া ডি মার্টিনো

author-image
Harmeet
New Update
'গাঙ্গুবাঈ'-এর  প্রশংসায়  সোফিয়া ডি মার্টিনো

নিজস্ব সংবাদদাতাঃ  লোকি' তারকা সোফিয়া ডি মার্টিনো অভিনেত্রী আলিয়া ভাটের 'গাঙ্গুবাঈ'-এর  প্রশংসায় পঞ্চমুখ। মার্টিনো সম্প্রতি আলিয়ার 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখেছেন। তিনি আলিয়ার অভিনয়েরর বিশদ প্রশংসা করেন। 

পরবর্তী প্রবন্ধ পড়ুন

Jerusalem clashes: উদ্বিগ্ন প্রকাশ হোয়াইট হাউসের

বুধবার জেরুজালেমের একটি মসজিদে ইসরায়েলি পুলিশ প্রবেশ করে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জেরুজালেমের আল-আকসা মসজিদে এই ঘটনা ঘটেছে।

author-image
Aniket
New Update
Israel Police

Israel Police in Jerusalem Mosque

 

নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জেরুজালেমে। ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে রমজানের নামাজের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। তারপরেই শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এছাড়াও রকেট ফায়ার শুরু করা হয় ইসরায়েললি পুলিশের তরফে। যার ফলে এবার এই বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে হোয়াইট হাউস।