নিজস্ব সংবাদদাতাঃ নিউ ইয়ারের আছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল তাজ হোটেল ও ইন্ডিয়া গেট চত্বর। মুম্বই পুলিশ সূত্রে খবর, শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়ায় বহু মানুষ জড়ো হন। তাই আমরা বেশ কয়েকটি পদক্ষেপের পরিকল্পনা করেছি যাতে আইন-শৃঙ্খলার সমস্যা না দেয়। ১ নম্বর জেটি থেকে ৪ নম্বর জেটি পর্যন্ত নৌকা চলাচল দুপুরের পর থেকে বন্ধ থাকবে। নিরাপত্তার কারণে ৩১ ডিসেম্বর দুপুর ২টোর পর থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে কোনও নৌকা ছাড়বে না বলে পুলিশ সূত্রে খবর।