অহংকার সরিয়ে মানুষের স্বার্থে কাজ করা উচিৎ মুখ্যমন্ত্রীরঃ অমিত মালব্য

author-image
Harmeet
New Update
অহংকার সরিয়ে মানুষের স্বার্থে কাজ করা উচিৎ মুখ্যমন্ত্রীরঃ অমিত মালব্য



নিজস্ব সংবাদদাতাঃ
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রেলের একাধিক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। মা হীরাবেন মোদীর মুখাগ্নি করেই জোরকদমে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন ভিডিও কনফারেন্সের মধ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি টুইট করেন, 'এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত ট্র্যাজেডি সত্ত্বেও, বন্দে ভারত-এর সূচনা করেন এবং পশ্চিমবঙ্গে ৭,৮০০ কোটি টাকার প্রকল্প চালু করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার সাথে মঞ্চ ভাগ না করার সিদ্ধান্ত নেন। এখন সময় এসেছে অহংকার ছেড়ে মানুষের স্বার্থে কিছু করার।'