নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। আর তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। ব্রাজিলিয়ান কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি টুইটে বলেন, "ফুটবল তার অন্যতম সেরা দূতকে হারিয়েছে। পেলে ক্রীড়াবিদদের বিরল প্রজাতির মধ্যে ছিলেন। মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই কিংবদন্তী। তাঁর পরিবার এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রতি আমার সমবেদনা।"