নিজস্ব সংবাদদাতাঃ সামরিক-শাসিত মিয়ানমারের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে অতিরিক্ত দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে। এই রায়ে তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ৩৩ বছর করা হয়েছে। ৭৭ বছর বয়সী সু চিকে বন্ধ দরজার পেছনে অনুষ্ঠিত এক আদালতে দণ্ড দেওয়া হয়। নোবেল বিজয়ীকে এর আগে বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরে ২৬ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছিল।