নিজস্ব সংবাদদাতা: বিলেতে সুরের লহরে নজির গড়ার মুখে এক বঙ্গকন্যা। কেমব্রিজের বাসিন্দা স্মেরা সচিন নতুন বছরের শুরুতেই, ৪ জানুয়ারি যাত্রা শুরু করছে ব্রিটেনের গৌরবান্বিত ন্যাশনাল ইয়ুথ অর্কেস্ট্রায়, বাসুনিস্ট হিসেবে। আগামী একটা বছর লন্ডন, লিভারপুল, বার্মিংহাম-সহ দেশ ও ইউরোপের একাধিক অঞ্চলে অর্কেস্ট্রায় বাসুন বাজাবে কলকাতার কন্যা।