প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে শোক প্রকাশ হিমন্ত বিশ্ব শর্মার

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে শোক প্রকাশ হিমন্ত বিশ্ব শর্মার

নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, "১০০ টি গৌরবোজ্জ্বল বছর ধরে, হীরাবেন মা আমাদের সকলকে তাঁর স্নেহ দিয়ে আশীর্বাদ করেছিলেন। তিনি সরলতা, নম্রতা এবং দৃঢ় বিশ্বাসের প্রতীক ছিলেন। তাঁর আশীর্বাদ যেন সব সময় আমাদের সঙ্গে থাকে।" তিনি আরও বলেন, "যার পাদদেশে সংসার, সেই মা। প্রতিটি শিশুর সৃষ্টির জন্য মা-ই প্রথম স্কুল। শ্রদ্ধেয় হীরাবেন ধর্ম, জাতি ও সমাজের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি পুত্রকে ভারতমাতার জন্য উৎসর্গ করেছেন। অবশ্যই, শ্রী হরি তার মাকে তার পায়ের কাছে স্থাপন করবে। মাকে প্রণাম।"