নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শ্রদ্ধেয় মা হীরাবার প্রয়াণের খবর খুবই দুঃখজনক। মা হলেন একজন মানুষের জীবনে প্রথম বন্ধু ও গুরু, যার হারানোর শোক নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ।' তিনি টুইট বার্তায় আরও বলেন, "হিরা বা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিল এবং পরিবারকে বড় করে তুলেছিল তা সবার কাছে রোল মডেল। তাঁর আত্মত্যাগী তপস্বী জীবন সবসময় আমাদের স্মৃতিতে থেকে যাবে। এই শোকের মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীজি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা আপনাদের সঙ্গে আছে। ওম শান্তি!"