জোজোবা অয়েলের গুনাগুণ জেনে নিন

author-image
Harmeet
New Update
জোজোবা অয়েলের গুনাগুণ জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ  জোজোবা নামের একটি গাছ রয়েছে। সেই গাছের বীজ থেকেই এই তেল পাওয়া যায়। এই গুল্ম জাতীয় গাছ অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোতে পাওয়া যায়। তেলে আছে ফ্যাটি অ্যাসিড, যা চুল ভাল রাখে। জোজোবা অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানও।

চুলের বিভিন্ন স্টাইলিংয়ের জন্য আমাদের চুলের সাধারণ অয়েল ব্যালেন্স অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই চুলও রুক্ষ হয়ে যায়। এই সমস্যা দূর করতে পারে জোজোবা অয়েল। এই তেল দিয়ে আপনি স্ক্যাল্প মাসাজ করতে পারেন। এছাড়াও আপনি হেয়ার মাস্কে এই তেল ব্যবহার করতে পারেন। কয়েকদিনেই চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে। স্ক্যাল্প পরিমাণ মতো পুষ্টি পেলে, স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল থাকলে চুলের বৃদ্ধিও হবে তাড়াতাড়ি।