নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবারই উদ্বোধন হবে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। তার ঠিক একদিন আগে বড়সড় তথ্য প্রকাশ করল পূর্ব রেল। বন্দেভারত এক্সপ্রেসের সূচি চূড়ান্ত করল রেল। জানা গিয়েছে, বুধবার বাদে রোজ ট্রেন চলবে। ট্রেনের নম্বর হল ২২৩০১ ও ২২৩০২। হাওড়া থেকে এনজেপি-র মোট দূরত্ব ৫৬৫ কিলোমিটার। ৭ ঘণ্টা ৫০ মিনিটে ট্রেন হাওড়া থেকে এনজেপি যাবে। রেলের প্রকাশিত টাইম টেবিল অনুযায়ী, ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে বন্দে ভারত ট্রেনটি ছাড়বে হাওড়া থেকে। ট্রেনটি এনজেপি গিয়ে পৌঁছোবে দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে। ফেরার ক্ষেত্রে ট্রেনটি ২ টা বেজে ৫০ মিনিটে এনজেপি থেকে ছেড়ে হাওড়া স্টেশনে পৌঁছোবে রাত ১০টা বেজে ৪০ মিনিটে। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের পুরো যাত্রাপথে সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ৭২.১৩ কিলোমিটার।