বিএসএফের মোবাইল অ্যাপ 'প্রহরীর' উদ্বোধন করলেন অমিত শাহ

author-image
Harmeet
New Update
বিএসএফের মোবাইল অ্যাপ 'প্রহরীর' উদ্বোধন করলেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা : বিএসএফ জওয়ানদের পাশে সরকার। তাদের মুখে হাসি ফোটালো মোবাইল অ্যাপ্লিকেশন প্রহরীর উদ্বোধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ্যাপের উদ্বোধন করেন। এই অ্যাপটি প্রোঅ্যাকটিভ গভর্নেন্সের একটি দুর্দান্ত উদাহরণ। প্রহরীর মাধ্যমে জওয়ানরা খুব সহজেই অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য, আবাসন এবং অবসর এবং অন্যান্য অনেক প্রকল্প সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। ম্যানুয়াল অপারেশনের ১৩ তম সংশোধিত সংস্করণ অপারেশন, প্রশাসন এবং প্রশিক্ষণের কাজকে ত্বরান্বিত করবে। 

বিএসএফ জওয়ানদের সাহসিকতা, দেশপ্রেমকে স্মরণ করে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশের সীমান্তের নিরাপত্তা কখনও উঁচু পিলার কিংবা বেড়া জালে সুরক্ষিত করা যায় না। শুধুমাত্র সেই সীমান্তে অবস্থানরত সৈন্যদের সাহসিকতা, দেশপ্রেম ও সতর্কতার মাধ্যমে তা করা যায়।' তিনি মনে করিয়ে দেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স একটি মহা বীর চক্র, ৪টি কীর্তি চক্র, ১৩টি বীর চক্র এবং ১৩টি শৌর্য চক্র সহ অসংখ্য বীরত্বের পুরস্কারে ভূষিত হয়েছে। বিএসএফ ইন্ডিয়াকে ট্যাগ করে টুইটে শাহ বলেছেন, 'বিএসএফ জওয়ানরা যেভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, প্রতিটি যুদ্ধের ওপর একটি করে বই লেখা যেতে পারে।' 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'মাদক হোক বা সন্ত্রাস মোকাবিলা , বিএসএফের কারণেই সম্ভব হচ্ছে।ড্রোন/ইউএভি এবং সাইবার ফরেনসিক ল্যাবের জন্য বিএসএফ যে পদক্ষেপ নিয়েছে তা আগামী দিনে দেশের নিরাপত্তায় একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।' এদিন প্রধানমন্ত্রীর ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির উল্লেখ করে শাহ বলেন, 'প্রধানমন্ত্রীর 'ভাইব্রেন্ট ভিলেজ' কর্মসূচির মাধ্যমে সীমান্ত গ্রামগুলিকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং তাদের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়ার জন্য সমস্ত সীমান্ত সুরক্ষা বাহিনীকে এই দিকে প্রচেষ্টা করা উচিত।'