নিজস্ব সংবাদদাতাঃ বেলুচিস্তানের গদর জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা গদর ইস্ট বে এক্সপ্রেসওয়ে, গদর সমুদ্রবন্দরের দিকে যাওয়ার রাস্তা এবং নির্মাণাধীন গদর আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান কর্মসূচি পালন করছে। সূত্রে খবর, ২৪ শে ডিসেম্বর বেলুচিস্তান সরকার এবং প্রতিবাদী নেতাদের মধ্যে আলোচনা একটি সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পরে হক দো তেহরিক মুভমেন্ট বিক্ষোভ চালিয়ে যায়। এই আন্দোলনের প্রধান মাওলানা হিদায়াত রেহমান বালুচ দাবি করেছেন, বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের তাদের দাবি বাস্তবায়নের কোনো কর্তৃত্ব নেই।