প্রকাশিত হল জোকা-তারাতলা মেট্রোর টিকিটের ভাড়া

author-image
Harmeet
New Update
প্রকাশিত হল জোকা-তারাতলা মেট্রোর টিকিটের ভাড়া

নিজস্ব সংবাদদাতা: হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার পাশাপাশি শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রেলেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নতুন এই লাইনে কত ভাড়ায় যাত্রীরা মেট্রোতে চাপতে পারবেন তাই জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ।




এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা, সর্বাধিক ভাড়া হবে ১০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ৫ টাকা, সখের বাজার পর্যন্ত ২০ টাকা, বেহালা-চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, বেহালা বাজার পর্যন্ত ২০ টাকা ও তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।