শীত আটকাতে কানপট্টি, মাথা বাঁচাতে হেলমেট কই দিলীপ ঘোষের মাথায়?

author-image
Harmeet
New Update
শীত আটকাতে কানপট্টি, মাথা বাঁচাতে হেলমেট কই দিলীপ ঘোষের মাথায়?

নিজস্ব সংবাদদাতা : ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ঠান্ডা বাড়তেই বাইক নিয়ে সাত সকালে বেরিয়ে পড়েন নিজের সাংসদ এলাকা খড়গপুরে। তবে পায়ে হেঁটে নয়, বরং বাইকে সফর করতে দেখা গেল তাকে।দুই হাতে বুলেট বাইকের স্টিয়ারিং, কানে ঠান্ডা হাওয়ার প্রবেশ আটকাতে কানপট্টি ব্যবহার করলেও অদ্ভূতভাবে তার মাথায় ছিল না হেলমেট। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 


এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেই বেফাঁস মন্তব্য করে দিলীপ বলেন,“শহরের মধ্যে আবার হেলমেট লাগে নাকি?শহরের মধ্যে হেলমেট কে পরে? হেলমেট লাগে না। যখন বাইরে যাই, জোরে গাড়ি চালাই, তখন হেলমেট লাগে।” এদিন খড়গপুরের বোগদা থেকে শুরু করে প্রেমবাজার, আইআইটি, হিজলি সহ একের পর এক এলাকা বাইকে করেই পরিদর্শন করেন বিজেপি সাংসদ। সঙ্গে ছিল তার অনুগামী বাইক বাহিনীও। অনুগামীদের মাথায়ও ছিল না হেলমেট।এ নিয়ে বিজেপি সাংসদকে নিশানা করেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। বলেন, “প্রচারমাধ্যমে প্রচার পাওয়ার জন্য করছেন উনি। ওনার বিরুদ্ধে পুলিশের মামলা করা উচিৎ।”