২০২৩-এর শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ

author-image
Harmeet
New Update
২০২৩-এর শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ

নিজস্ব সংবাদদতা : ২০২৩ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (ডব্লিউবিবিএসই)। সেই মতো, স্কুলে গরমের ছুটি থাকবে ১০ দিন। পুজোর ছুটি থাকবে মোট ২৬ দিন। বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সামগ্রিকভাবে ছুটির সংখ্যা ৬৫ দিনের বেশি হওয়া উচিত নয়। বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই ছুটির তালিকা (২০২৩ শিক্ষাবর্ষ) একটি নমুনা তালিকা হিসাবে দেওয়া হয়েছে। তালিকায় মোট ৬৫টি ছুটির কথা বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার নির্দিষ্ট এলাকায় অবস্থিত স্কুলের ভৌগলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার তারতম্য, প্রাকৃতিক দুর্যোগের ঘটনা অনুসারে ছুটির পরিবর্তিত হতে পারে। যা অবশ্যই স্কুল গভর্নিং বডি বা অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা অনুমোদিত হতে হবে। কিন্তু এক বছরে মোট ছুটির সংখ্যা কোনো অবস্থাতেই ৬৫ দিনের বেশি হবে না।"


 

একনজরে ছুটির তালিকা -১ জানুয়ারি ইংরেজি নতুন বছর উপলক্ষে ছুটি থাকবে স্কুল, ২০ জুন রথযাত্রা, ২৯ জুন বক্রি ইদ, ২৯ জুলাই মহরম, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ৩০ আগস্ট রাখি পূর্ণিমা, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৯ সেপ্টেম্বর ফতোয়া-দাওয়াজ-দাহম, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পুজোর ছুটি, ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন, ১৯ ও ২০ নভেম্বর ছট পুজো, ২৭ নভেম্বর গুরু নানকের জন্মবার্ষিকী, ২৫ ডিসেম্বর বড়দিন। এছাড়াও, ১৩ জুলাই কবি ভানুভক্তের জন্মবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় স্কুল ছুটি থাকবে। কয়েকটি সম্প্রদায়ের ছুটির কথাও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। গুরু রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে ৫ ফেব্রুয়ারি স্কুল বন্ধ থাকবে, ইস্টার্ণ স্যাটার ডে জন্য ৮ এপ্রিল শনিবার এবং ৩০ জুন উপজাতি সম্প্রদায়ের জন্য হুল দিবস। উল্লেখ্য, বোর্ড জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ছুটির তালিকায় পরিবর্তন আসতে পারে।