মাথাভাঙ্গা হাসপাতাল চত্বর দখলমুক্ত করতে অভিযান প্রশাসনের

author-image
New Update
মাথাভাঙ্গা হাসপাতাল চত্বর দখলমুক্ত করতে অভিযান প্রশাসনের

সুদীপ ব্যানার্জী, কোচবিহার:   কোচবিহার জেলার মাথাভাঙ্গা হাসপাতাল চত্বর দখলমুক্ত করতে অভিযান চালাল প্রশাসন। মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ওই অভিযান চালানো হয়। পাশাপাশি এদিন হাসপাতালে ঢোকার রাস্তার ফুটপাথও দখলমুক্ত করা হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ প্রথমে প্রশাসনের তরফে মাইকিং করা হয়। এরপর আর্থ মুভার দিয়ে হাসপাতাল চত্বর ও হাসপাতালে ঢোকার রাস্তার ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু হয়।মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল চত্বর দখল করে অবৈধভাবে দোকানপাট তৈরি করা হয়েছিল। সম্প্রতি রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক হয়। সেখানে হাসপাতাল চত্বর দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ৯ অগাস্টের মধ্যে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছিল প্রশাসন। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় এদিন অভিযানে নামেন প্রশাসনের কর্তারা। এদিন দুপুরে ওই অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা, এসডিপিও সুরজিৎ মণ্ডল, পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক,  মাথাভাঙ্গা থানার আইসি বিনোদ গজমের প্রমুখ। মহকুমা শাসক জানিয়েছেন, "এই অভিযানে ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন। হাসপাতাল চত্বর ও হাসপাতালে ঢোকার রাস্তার ফুটপাথ যাতে ফের দখল না হয়, সেদিকে নজর রাখবে প্রশাসন। দখলের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"