নতুন বছরের প্রথম দিনে মেট্রোর সময় সূচিতে আসছে বদল!

author-image
Harmeet
New Update
নতুন বছরের প্রথম দিনে মেট্রোর সময় সূচিতে আসছে বদল!

নিজস্ব সংবাদদাতা : ২০২২ থেকে ২০২৩-এ পদার্পণ করতে অপেক্ষা মাত্র ২ দিনের। নতুন বছরে বদলাচ্ছে মেট্রোর সময় সূচি। ১ জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। দিনটি রবিবার হওয়া সত্ত্বেও তাই মেট্রো পরিষেবা ৯ টার পরিবর্তে শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিটে। রবিবার শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকলেও দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের পাশাপাশি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে ইস্ট-ওয়েস্ট রুটে। দিনের প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। দিনভর ১৩০টির বদলে ১৮৮টি মেট্রো চলবে বলে খবর কর্তৃপক্ষ সূত্রে। সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত আধঘণ্টা অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।



অপরদিকে, আগামীকাল প্রধানমন্ত্রী জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করার পর সোমবার ২ জানুয়ারি সকাল ৮টা থেকে পরিষেবা শুরুর কথা। আধ ঘণ্টা ব্যবধানে ট্রেন দাঁড়াবে স্টেশনে। রাত ৮টা পর্যন্ত পরিষেবা মিলবে। তবে,একটি ট্রেনই যাতায়াত করবে।