নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার ইকো পার্কে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং-এর শো ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। সেইসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই শো-কে ঘিরে শাসক দলকে একযোগে নিশানা করেছে বাম ও বিজেপি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো টুইটকে টেনে তিনি লেখেন, 'পাকিস্তানি গুলাম আলির ক্ষেত্রে সঙ্গীতের কোনও সীমানা নেই তবে হিন্দু অরিজিৎ সিংয়ের ক্ষেত্রে বিষয়টি আলাদা।' বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো বাতিল করা হয়েছে। শিল্প সাহিত্যকে ধ্বংস করেছে তৃণমূল।' অন্যদিকে বাম নেতা মহম্মদ সেলিমের অভিযোগ, 'তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্পী।'