নিজস্ব সংবাদদাতা : ফের আবাস দুর্নীতিতে কাঠগড়ায় শাসকদল। মুর্শিদাবাদে অভিযোদ উঠেছে, তৃণমূল করলেই নাকি মিলবে আবাসের ঘর। না হলে দিতে হবে টাকা। এই অভিযোগকে সামনে রেখে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।সুতির কাশিমনগর অঞ্চলের আমুহা গ্রামের ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, ঘর পেতে হলে দিতে হচ্ছে কাটমানি একমাত্র তৃণমূল যারা করে তাদেরই ঘর মিলছে। পাকি বাড়ি থাকা সত্ত্বেও মিলছে ঘর। অথচ নাম বাদ যোগ্যদের। প্রতিবাদে পঞ্চায়েত সদস্য উর্মিলা হালদারের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।