New Update
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : দলের নির্দেশে পদত্যাগ করলেন শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেখ সেলিম আলি। দুর্নীতির অভিযোগ, দলের তদন্তে প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেখ সেলিম আলি। পদত্যাগ করার পর কোলাঘাট থানায় প্রায় ৬ ঘন্টা জেরার পরে মধ্যরাতে তমলুকের বোল্ডার দুর্নীতি কাণ্ডের জেরে গ্রেফতার করা হয় তাকে।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেখ সেলিম আলিকে রাজ্য তৃণমূল কংগ্রেস পদত্যাগ করার নির্দেশ দিয়েছে ৩ ডিসেম্বর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভা করতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভাতে গিয়ে বলেছিলেন কোনও প্রধান বা কোনও পদাধিকার যদি কাজ না করতে পারে, পথ থেকে সরে দাঁড়াক। তিনি তার নাম্বারও দিয়েছিলেন জনসভায়। সেই নম্বর অনুযায়ী শেখ সেলিম আলির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের কাছে। সেলিম আলির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে যে তিনি একাধিক সম্পত্তির মালিক হয়েছেন এই কয়েক বছরে। তাই রাজ্য তৃণমূল কংগ্রেস শেখ সেলিম আলিকে প্রধানের পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে আর এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা সহ মেছেদা ও শহীদ মাতঙ্গিনীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তবে প্রধানের প্রতিক্রিয়া মেলেনি।
latestnews
eastmedinipur
seikhselimali
shantipurgrampanchayet
bengalinews
breakingnews
abhishekbanerjee
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
anmnews
news
bengal
india
kolkata
tmc