New Update
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : একটি হাতির পাল রাতভর উপদ্রব চালালো ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া কয়েকটি গ্রামে। শালবনি গ্রাম পঞ্চায়েতের এই গ্রামগুলি হল সিরষি, সাঁওতালডিহা সহ কয়েকটি। ঘর ভেঙ্গে মাঠ থেকে তুলে আনা ধান খেয়েছে। ধান ঝেড়ে গ্রামবাসীরা বস্তা বন্দি করে রেখেছিল। মাটির ঘরের দেওয়াল ভেঙে সেই ধান খেয়েছে হাতিরা। গ্রামবাসীদের বাড়ি লাগোয়া বাগানের কলা গাছ খেয়ে, ভেঙ্গে তছনচ করেছে। দিনে হাতিরা সিরষির জঙ্গলে থাকলেও সন্ধ্যা নামলেই ঢুকে পড়ছে জঙ্গল ঘেরা সিরষি, সাঁওতালডিহা, গড়শালবনি সহ বিভিন্ন গ্রামগুলিতে। এখন সন্ধ্যা নামলেই গৃহবন্দি হয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। প্রান যেন হাতে নিয়ে থাকতে হচ্ছে এলাকার মানুষজনদের।
মঙ্গলবার রাতের ঘটনা বেশ কাঁপতে কাঁপতে জানালেন সাবিত্রী মাহাত, পুতুল মান্না, বিনোদ মান্না সহ একাধিক গ্রামবাসী। শুধু এই এলাকা নয়, ঝাড়গ্রাম জেলা জুড়েই হাতির তাণ্ডব অব্যাহত। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দাঁতালের দল। ভাঙছে মাটির বাড়ি,নষ্ট করছে ফসল, ঘটছে প্রাণহানির মতো ঘটনা। বেশ কয়েকদিন ধরে শালবনির সিরষি এলাকায় হাতির দল তাণ্ডব চালানোয় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে ঝাড়গ্রামের বালিভাসার জঙ্গলে একটি বাচ্চা হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বনবিভাগকে খবর দেওয়া হয়।
latestnews
elephant
village
garsalbani
sirsi
bengalinews
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
jhargram
anmnews
news
salbani
bengal
india
kolkata
forest