নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বিশ্বজুড়ে টুইটারের পরিষেবা বিঘ্নিত হল। এ কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।
এক ট্র্যাকিং ওয়েবসাইট অনুযায়ী, ব্যবহারকারীরা এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে অ্যাক্সেস করতে সমস্যার মুখোমুখি হন, আবার কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের টুইটার নোটিফিকেশনগুলিও কাজ করছে না। এর আগে গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় টুইটারে সমস্যা দেখা দেয়। জানা গিয়েছে, ভারতীয় সময় সকাল ৬টা ০৫ মিনিটের দিকে এক ট্র্যাকিং ওয়েবসাইটের তরফে জানানো হয়, ১০ হাজারেরও বেশি মানুষ টুইটারে লগ ইন করতে অসুবিধার অভিযোগ করেছেন।