সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তৎপর শিলিগুড়ির পৌরনিগম। প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ির পৌরনিগম। এদিন পৌরনিগমের পক্ষ থেকে প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব এবং রঞ্জন সরকার উপস্থিত থেকে বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালান। শিলিগুড়ির বিধান মার্কেট থেকে ফল, সবজি, মুদিখানার দোকানগুলোতে অভিযান চালায় পৌরনিগমের কর্মীরা। বিভিন্ন দোকান থেকে কয়েক কিলো প্লাস্টিক উদ্ধার করে পৌরনিগমের কর্মীরা। দোকান মালিকদের জরিমানা না করলেও হুঁশিয়ারি দেওয়া হয় পৌরনিগমের পক্ষথেকে। গৌতম দেব বলেন, "শিলিগুড়ির পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই মুহুর্তে জরিমানা না করলেও পরবর্তীতে পৌরনিগম এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি বাইরের থেকে এখানে প্লাস্টিক যাতে না ঢোকে সেটাও দেখা হবে।"