বিজেপি ছাড়লেন বিধায়ক

author-image
Harmeet
New Update
বিজেপি ছাড়লেন বিধায়ক

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার বিজেপি ছাড়লেন ত্রিপুরার  প্রবীণ নেতা এবং বিজেপি বিধায়ক দিবা চন্দ্র হরংখাওল। 


৬৭ বছর বয়সী হরংখাওল ধলাই জেলার করমচেরা আসন থেকে চারবারের বিধায়ক ছিলেন। তিনি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যাওয়ার আগে কংগ্রেসের টিকিটে তিনবার নির্বাচিত হয়েছিলেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময়,হরংখাওল তার পদত্যাগকে "ব্যক্তিগত বিষয়" বলে অভিহিত করেছেন।